Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে সজীব (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধানমন্ডিতে নির্মাণাধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টায় তার মৃত্যু হয়।

নিহত সজিব জামালপুর সদর উপজেলার আলহাজের ছেলে। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতো সজিব।

বিজ্ঞাপন

সজীবের ভাতিজা দুখু মিয়া জানান, তারা ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নির্মাণাধীন প্রশাসনিক ভবনে রাজমিস্ত্রির কাজ করে। আজ সকালে দশ তলা ভবনের আট তলার বাহির পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল সজিব ও শয়ন। তাদের কোমড়ে সেফটি বেল্টও বাধা ছিলো। হঠাৎ মাচানের একপাশের রশি ছিড়ে সেখান থেকে ৩য় তলায় পরে যায় সজিব। সজিবকে ৩য় তলা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

ধানমন্ডি শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর