বিচারকের বিরুদ্ধে যৌতুক মামলা: প্রতিবেদন ৩ অক্টোবর
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৪
ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে কর্মরত সহকারী জজ নজরুল ইসলামের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩ অক্টোবর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত মামলার এজাহার গ্রহণ করে শাহবাগ থানার পরিদর্শক মাহফুজুল হক ভূঁইয়াকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে, ১৩ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী কানিজ ফাতেমা।
এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জুন নজরুল ইসলাম এবং কানিজ ফাতেমা বিয়ে করেন। বিয়ের পর নজরুল ইসলামের আচার- আচরণে পরিবর্তন আসে। এক পর্যায়ে বিবাদী বিভিন্ন দাবি দাওয়া তুলে কানিজ ফাতেমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে, ওই বিচারক জমি কেনার জন্য যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। কানিজ ফাতেমা যৌতুক দিতে অস্বীকৃতি জানালে নজরুল ইসলাম তাকে মারধর করেন। টাকা না দিলে তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেন। এরপর বাদী বিষয়টি তার বড় ভাই রিয়াজ রহমানকে জানান। রিয়াজ পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
সারাবাংলা/এআই/একেএম