Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮ হাজার ভ্যাকসিন চায় চবি

চবি করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শতভাগ ভ্যাকসিন নিশ্চিত করতে ৪৮ হাজার ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে উপাচার্যদের বৈঠকে এ চাহিদার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার মনিরুল হাসান বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয় খুলতে সরকারের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ ভ্যাকসিন নিতে হবে। তারা অনলাইন জরিপ থেকে তথ্য পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছেন। তাই অবশিষ্ট শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে ৪৮ হাজার ভ্যাকসিন চাওয়া হয়েছে।

সারাবাংলা/সিসি/একেএম

করোনা ভ্যাকসিন শিক্ষার্থীদের ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর