সিরাজগঞ্জ: তাড়াশে ধানের বস্তার চাপায় কামরুল হক (৩২) নামের কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক কামরুল হক চকজয়কৃষ্ণপুর গ্রামের এসাহাক মণ্ডলের ছেলে।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ জানান, সকালে ধান বিক্রি করার জন্য বাড়ি থেকে ৮০ কেজি ওজনের ধানের বস্তা কাঁধে নিয়ে বের হন কামরুল। পার্শ্ববর্তী বিলের মধ্যে থাকা নৌকাতে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেলে তার শরীরের উপর ধানের বস্তা পড়লে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।