Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে আ.লীগ থেকে বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৪

চিত্তরঞ্জন দাস, ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবুজবাগ থানার সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নির্দেশে সবুজবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্তরঞ্জনের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত সোমবার ওই মামলায় জামিন পাওয়ার পর চিত্তরঞ্জন এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

সারাবাংলা/এনআর/এসএসএ

চিত্তরঞ্জন দাস