Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যতম শীর্ষ করদাতার সম্মাননা পেল ডিবিবিএল

সারাবাংলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৮

২০২০-২০২১ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডকে (ডিবিবিএল) বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংকিং ক্যাটাগরির কনভেনশনাল ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করায় এই সম্মাননা পেয়েছে ডিবিবিএল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) ডিবিবিএল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্মাননা সনদটি তুলে দেন ডিবিবিএল ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিনের হাতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম, এনবিআর সদস্য (করনীতি) আলমগীর হোসেন, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী।

এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সারাবাংলা/টিআর

এনবিআর করদাতা সম্মাননা ডাচ-বাংলা ব্যাংক ডিবিবিএল বৃহৎ করদাতা ইউনিট

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর