Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে স্কুলের সামনে জটলা: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:২৪

চট্টগ্রাম ব্যুরো: করোনা মহামারির মধ্যে খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকদের অযথা ভিড় না করার জন্য ফের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে বেশকিছু নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেছেন, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জটলা না করার জন্য নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ৫৪৩ দিন পর গত রোববার (১২ সেপ্টেম্বর) থেকে আবারও খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

খোলার আগের দিন চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্কুল-কলেজের সামনে অভিভাবকদের অহেতুক ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু খোলার দিন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ মাহমুদউল্লাহ মারুফ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অভিভাবকদের জটলা দেখতে পান। অভিভাবকদের জড়ো হওয়ার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত হওয়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন।

এ অবস্থায় বুধবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের জারি করা এক বিজ্ঞপ্তিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে শিক্ষার্থীদের অভিভাবকসহ সর্বসাধারণকে অহেতুক ভিড় ও জটলা সৃষ্টি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো ভ্রাম্যমাণ দোকান বসানো যাবে না। ভ্রাম্যমাণ দোকান থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা কোনো খাবার কিনতে পারবেন না।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের জন্য নির্দেশনায় বলা হয়েছে- শিক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সব প্রবেশমুখ ব্যবহারের ব্যবস্থা করতে হবে। যেসব প্রতিষ্ঠানে শুধু একটি প্রবেশমুখ আছে, সেখানে একাধিক প্রবেশমুখ তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সকল শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত শরীরের তাপমাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, ওয়াশরুম, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙিনা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থীরা সঠিকভাবে হাত ধুয়ে এবং মুখে মাস্ক রেখে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন কি না এবং শ্রেণিকক্ষে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন কি না- সেটা যথাযথভাবে নজরদারি করবেন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা। কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আইসোলেশনে পাঠানো এবং চিকিৎসা দেওয়ার বিষয়টিও তাদের নিশ্চিত করতে হবে।

শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে মাস্ক পরিধান করা ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন‍্য নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বিজ্ঞপ্তিতে বলেছেন, আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম ব্যবস্থা স্কুলের সামনে জটলা হুশিয়ারি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর