Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির সিইও রাসেলের বাসায় র‌্যাবের অভিযান চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:১০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭

ঢাকা: অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গুলশান থানায় গ্রাহকের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় র‌্যাবের এই অভিযান শুরু হয়। তবে র‌্যাব আনুষ্ঠানি ভাবে সাংবাদিকদের এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।

র‌্যাব সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের  ৫/৫ এ স্যার সৈয়দ রোডের নিলয় টাওয়ারে রাসেলের ফ্ল্যাটে এই অভিযান চলছে।

সম্প্রতি ইভ্যালির বিরুদ্ধে অনিয়ম, গ্রাহকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে পণ্য ডেলিভারি না করাসহ একাধিক অভিযোগ উঠেছে।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় মামলা হয়েছে।

 এই প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে ঢাকার বাইরেও একাধিক মামলা আছে।

সারাবাংলা/ইউজে/একে

ইভ্যালি মোহাম্মদপুর রাসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর