৫ অক্টোবর খুলছে ঢাবির হল, শনিবার সিন্ডিকেটের জরুরি সভা
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৩
ঢাকা: ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের খুলে দেওয়ার ব্যাপারে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুপারিশে সম্মতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ৫ অক্টোবরের পরিবর্তে ১ অক্টোবর থেকে হল খোলার যে দাবি তোলা হয়েছিলো, তা নিয়ে আলোচনা হলেও ৫ তারিখেই হল খোলার পক্ষে মতামত দিয়েছে কাউন্সিলের সদস্যরা।
একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সারাবাংলাকে বলেন, ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি হল খোলার ব্যাপারে যে সুপারিশ করেছে, অ্যাকাডেমিক কাউন্সিল থেকে আমরা এই ব্যাপারে সম্মতি দিয়েছি।’
এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে আগামী ৫ অক্টোবর থেকে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে উঠানোর সুপারিশ করা হয়। এই ঘোষণার পর থেকে অক্টোবরের ৫ তারিখের পরিবর্তে পহেলা অক্টোবর থেকে হল খুলে দেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো।
তবে শিক্ষার্থীদের ‘টিকাকরণ প্রক্রিয়া’র কথা মাথায় রেখে ৫ অক্টোবরই হলগুলো খুলে দেওয়ার ব্যাপাতে মতামত দেন একাডেমিক কাউন্সিলের সদস্যরা।
সভায় উপস্থিত ওই অধ্যাপক বলেন, “১ তারিখ থেকে হল খোলার যে দাবি উঠেছে, তা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের টিকাকরণ প্রক্রিয়া এবং আগামী অক্টোবর মাসের ১ ও ২ তারিখ দু’টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত থাকায় ৫ তারিখেই হল খোলার ব্যাপারে মতামত দিয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল।”
পাশাপাশি সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সারাবাংলা/আরআইআর/এমও