কাফনে গাছের গুঁড়ি মুড়িয়ে ‘কৃষ্ণচূড়া হত্যা’র প্রতিবাদ
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪২
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন একটি কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে কাটা গাছের একটি গুঁড়ি কাফনের কাপড়ে মুড়িয়ে নিয়ে মিছিল করেছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। মিছিল শেষে প্রতীকী কফিনটি উপাচার্য ভবনের সামনে রেখে আসেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ‘কৃষ্ণচূড়া হত্যার প্রতিবাদ’ শীর্ষক প্রতিবাদের অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করেন ছাত্র ইউনিয়ের বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। এসময় কাফনের কাপড়ে লাল রঙ লাগিয়ে রক্তক্ষরণের প্রতীকী চিহ্ন উপস্থাপন করেন তারা।
এর আগে, গতকাল (১৫ সেপ্টেম্বর) সকালে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় কেটে ফেলা হয় কলা ভবনসংলগ্ন এই কৃষ্ণচূড়া গাছটি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, এই গাছ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। যেকোনো সময় এটি হেলে পড়তে পারে। তাই ঝুঁকি বিবেচনায় গাছটি কাটা হয়েছে।’
তবে গাছটি কেটে ফেলায় শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এদিকে কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদে অনুষ্ঠিত কফিন মিছিল থেকে ক্যাম্পাসে আরও ১০০ গাছ রোপণ করার দাবি জানায় ছাত্র ইউনিয়েনের নেতারা। এছাড়া কাটা গাছের কাঠগুলো বিক্রি না করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের দেওয়ার দাবিও জানানো হয়।
সারাবাংলা/আরআইআর/এমও