ঢাকা: ৬ কেজি ৭৬০ গ্রাম ওজনের ৫৮টি চোরাই স্বর্ণবারসহ গ্রেফতার সোহাগ পরিবহনের তিন জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বাসের চালক মো. শাহাদাৎ হোসেন, হেলপার মো. ইব্রাহিম ও সুপারভাইজার মো. তাইফুল ইসলাম। এদের মধ্যে শাহাদাৎ ও ইব্রাহিমের দুই দিন এবং তাইফুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. আহ্সান তারিক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. ফরিদ মিয়া এই জামিনের বিরোধিতা করেন।
গত ১৪ সেপ্টেম্বর সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের সামনে সোহাগ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪৯৫১৪ নম্বর সাতক্ষীরাগামী একটি বাস আটক করা হয়। বাসটি তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৫৮টি চোরাই স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৬ কেজি ৭৬০ গ্রাম। বাজারমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা।
এই ঘটনায় বুধবার সন্ধ্যায় আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়।