Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খালে, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১

নড়াইল: জেলার কালিয়া উপজেলায় নতুন কেনা প্রাইভেট কার চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২) এবং তার সঙ্গী শওকত সরদারের (৫৭) মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বড়দিয়া-নড়াগাতি সড়কের সীবানন্দপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা অপর এক আরোহী স্থানীয় মাদরাসা শিক্ষক মো. অলিউল্লাহ প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনায় মৃত ইউপি চেয়ারম্যান সুইট খান মৃত খান আব্দুল হাইয়ের ছেলে এবং কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানের ভাই এবং মৃত শওকত সরদার বড়দিয়া ইউনাইটেড ডিগ্রি কলেজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইদ্রিস মোল্লা জানান, খান রাসেল সুইট বুধবার রাত ১১টার দিকে নতুন প্রাইভেটকার চালিয়ে সীবানন্দপুর প্রাইমারি স্কুলের মোড়ে থামেন। গাড়ি ঘুরিয়ে বড়দিয়ার দিকে ফিরে যাওয়ার সময় রাস্তার ওপর কাদা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ পাশের খালে পড়ে যান তিনি। গাড়িটি খালে তলিয়ে যায়। গাড়িতে থাকা মাদরাসা শিক্ষক অলিউল্লাহ কোন রকমে বের হয়ে আসতে পারলেও বাকি দুই জন বের হতে পারেননি।

পরে স্থানীয়রা পানিতে নেমে চেয়ারম্যান ও তার সঙ্গী শওকতের মরদেহ উদ্ধার করে।

মৃতের ভাই খান শামীমুর রহমান বলেন, ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে নতুন গাড়ি কিনে এনেছিলেন সুইট। সেই গাড়ি চালাতে গিয়েই তার মৃত্যু হলো।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর