Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনটিআরসিএ’র মাধ্যমে ৪৭১ জনকে নিয়োগের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৮

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে SESIP প্রকল্পের আওতায় ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রার্থী নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এই ফল ঘোষণা করা হয়।

৪৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ২৬টি পদ বাদ দেওয়ার জন্য সেসিপের অনুরোধের প্রেক্ষিতে ৪৫২টি প্রতিষ্ঠানের ৬৬২টি পদের আবেদন বিবেচনা করা হয়।

এতে মোট আবেদন পাওয়া যায় ১৫ হাজার ১৯৮টি। ১০টি ট্রেডের মধ্যে প্লাম্বিং নামের ১টি ট্রেডে কোনো আবেদন পাওয়া যায়নি। মোট ৬৬২টি পদের মধ্যে ৩৭১টি প্রতিষ্ঠানের ৪৭১টি পদে ১ জন করে প্রার্থীকে টেলিটকের স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এছাড়া ১৯১টি পদে প্রার্থী পাওয়া যায়নি।

নির্বাচিত প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস প্রেরণ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ সুপারিশ করা হবে।

সারাবাংলা/টিএস/এমও

এনটিআরসিএ ট্রেড ইনস্ট্রাক্টর সেসিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর