‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বঞ্চিত শহরের দরিদ্ররা’
১৬ সেপ্টেম্বর ২০২১ ২২:৩২
ঢাকা: চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপেক্ষিতই থাকছে শহরের দরিদ্ররা। যেখানে বাংলাদেশের শহর এলাকায় প্রতি ৫ জনে একজন দরিদ্র। এক্ষেত্রে সুরক্ষা কর্মসূচিতে গ্রামীণ অঞ্চলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দরিদ্রের বাইরেও শহরের অর্ধেক মানুষ রয়েছেন দারিদ্রের ঝুঁকিতে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটির এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব তথ্য জানিয়েছে বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক।
আলোচনায় ‘বাংলাদেশ সোশ্যাল প্রটেকশন পাবলিক এক্সপেনডিচার রিভিউ’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বাংলাদেশের চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচি ও প্রকল্পে বিনিয়োগ এবং সেগুলোকে কিভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
ভার্চুয়াল আলোচনায় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ডেন ডেন চেন বলেন, ‘গত কয়েক দশকে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি অনেক বাড়িয়েছে। বর্তমানে দেশের প্রতি ১০ ঘরের ৩ ঘর এই পরিধির আওতায় রয়েছে। চলমান বৈশ্বিক করোনা মহামারির কারণে আরও জোরালো কর্মসূচির প্রয়োজন দেখা দিয়েছে। এজন্য আরও সমন্বিত কর্মসূচি নেওয়া প্রয়োজন।’
প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ ও শহর এলাকার মধ্যে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভারসাম্য রাখা প্রয়োজন। এতে বলা হয়েছে, শহর এলাকায় প্রায় ১১ শতাংশ মানুষ সামাজিক সুরক্ষায় আছেন। যদিও ১৯ শতাংশ মানুষ দরিদ্র। অন্যদিকে, গ্রামাঞ্চলে ২৬ শতাংশ মানুষ দরিদ্র। যদিও ৩৬ শতাংশ মানুষ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় রয়েছেন। সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে আরও জোর দিলে বাংলাদেশের দারিদ্র উল্লেখযোগ্য হারে দূর করতে পারবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের টেকসই উন্নয়ন কর্মকৌশলের কেন্দ্রে রয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচি। এর মাধ্যমে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে আরও বেশি জোর দিলে বাংলাদেশ আরও উল্লেখযোগ্য হারে দারিদ্র কমাতে পারে।
সারাবাংলা/জেজে/এমও