Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২

ঢাকা: কৃষি সম্প্রসারণ অধিদফতরের ১ হাজার ৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে ২০টি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে উপসহকারী ‍কৃষি কর্তকর্তাদের নিয়োগের বৈধতা নিয়ে আর অভিযোগ থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, প্রবীর নিয়োগী, সুব্রত কুমার কুণ্ডু ও সালাউদ্দিন রিগ্যান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২৩ জানুয়ারি ১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে সব ধরনের পরীক্ষা শেষে ২০২০ সালের ১৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

এতে কোটা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ না করে প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ প্রার্থী। এতে ফল না পেয়ে মো. রাশেদুল ইসলামসহ চাকরিপ্রার্থী ৩৪ জন রিট আবেদন করেন।

পরবর্তীতে আরও অনেকে রিট করেন। ওই সব রিটের শুনানি নিয়ে রুল জারি করা হয়েছিল। সেই রুলগুলো আজ খারিজ করে রায় দেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/এমও

উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা রিট খারিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর