Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচর থেকে পালানো ১৮ রোহিঙ্গা এলাকাবাসীর হাতে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২১ ১০:২২

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ জন রোহিঙ্গা নাগরিক। আটক হওয়া ১৮ জনের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক। তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে তাদের চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

বিজ্ঞাপন

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এএম

ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর