বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ নারী যাত্রীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:২০
বগুড়া: জেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের ঝোপগাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এতে অটোরিকশার চালকসহ বাকি ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া উপ-শহর ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিহতেরা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। ওইসময় রংপুরগামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে চালকসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরে ঘাতক বাসটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও হামিদুনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এমও