Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির জন্মদিনে ভারতে রেকর্ড ভ্যাকসিনেশন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভারতে একদিনে রেকর্ড দুই কোটি ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগ করার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এর আগে, ২৭ আগস্ট এক দিনে এক কোটি ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের খবর জানিয়েছিল ভারতের স্বাস্থ্য বিভাগ।

এদিকে, ২০২১ সালের মধ্যেই প্রাপ্তবয়স্ক সকলের জন্য ভায়কসিন নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়েছে ভারত সরকার। কিন্তু, সংশ্লিষ্টরা বলছেন ভ্যাকসিনেশন কার্যক্রম যদি একই গতিতে চালানো না গেলে ওই লক্ষ্য অধরাই থেকে যাবে।

বিজ্ঞাপন

এরই মধ্যে, ভারতে অনুমোদিত তিন করোনা ভ্যাকসিনের ৭৮ কোটি ৭০ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে অন্তত এক ডোজ হলেও করোনা ভ্যাকসিনের আওতায় এনেছে দেশটি।

কিন্তু, জানুয়ারিতে শুরু হওয়া করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ পেয়েছেন প্রাপ্তবয়স্কদের মাত্র ২০ শতাংশ।

বিবিসি জানিয়েছে, আঞ্চলিক অসমতার কারণে ভারতের বৃহৎ এবং অপেক্ষাকৃত দরিদ্র রাজ্যগুলোতে করোনা ভ্যাকসিন কার্যক্রম ধীরগতিতে চলছে।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার।

সারাবাংলা/একেএম

করোনা নরেন্দ্র মোদি ভারত

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর