‘হেফাজতের কথায় পাঠ্যবই পরিবর্তন মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা’
১৭ সেপ্টেম্বর ২০২১ ২১:১৪
চট্টগ্রাম ব্যুরো: মহান শিক্ষা দিবস স্মরণে চট্টগ্রাম শিক্ষা সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। সমাবেশে সাংবাদিক নেতা হাসান ফেরদৌস বলেন, ‘মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলামের প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তকের পরিবর্তন মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে প্রতারণা। শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলা বাষট্টির শিক্ষা আন্দোলনের সঙ্গে প্রতারণা। এই অপকর্মের বিরুদ্ধে ছাত্রদের সোচ্চার হতে হবে।’
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রণজিৎ কুমার দে বলেন, ‘বাংলার ইতিহাসে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই ও শিক্ষাকে পণ্যে পরিণত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধের গৌরবময় একটি দিন ১৭ সেপ্টেম্বর। কিন্তু আজকের দিনে আমরা কি দেখছি? বর্তমান শিক্ষাব্যবস্থা হচ্ছে ব্যবসা, কোচিং, শ্রেণি, ধর্ম এবং বহুধাবিভক্ত। একদিন আমরা একমুখী শিক্ষানীতি চেয়েছিলাম। সেটা হয়নি, বরং সেটার পরিবর্তে পেয়েছি গোঁজামিলের শিক্ষাব্যবস্থা। গণতন্ত্র এখন লজ্জাবতী পাখির মতো গুটিয়ে আছে। বিত্তবানের থলেতে গণতন্ত্র বন্দি। ধর্মের পাত্রে রাখা হয়েছে ধর্মনিরপেক্ষতাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষাব্যবস্থা নিয়ে এ সরকারের কোনো চিন্তাই নেই।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, ‘বাষট্টি সালের শিক্ষা আন্দোলন ছিল বাংলাদেশকে স্বাধীন করার একটি টার্নিং পয়েন্ট। অথচ দেশ স্বাধীন হলেও আজ আমরা ক্রমশঃ পেছনের দিকে যাচ্ছি। মুক্তিযুদ্ধের ৫০ বছর পর আজ উগ্রবাদী-মৌলবাদী হেফাজতে ইসলামের প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়। শিক্ষাব্যবস্থায় ধর্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে মানবিক সৃজনশীলতা নষ্ট করে ফেলা হয়েছে।’
শিক্ষার বাণিজ্যিকীকরণের প্রসঙ্গ টেনে হাসান ফেরদৌস আরও বলেন, ‘আজ দেশে টাকা থাকলে শিক্ষা কিনতে পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানের নামে একেকটি মার্কেট-শপিংমল গড়ে তোলা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ১২ বছর এ সরকার ক্ষমতায় আছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ বাষট্টির শিক্ষা আন্দোলনের শহীদদের সঙ্গে প্রতারণা। হেফাজতের প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তকে পরিবর্তন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়, এটা পাকিস্তানের প্রেতাত্মাদের বাংলাদেশ হয়ে উঠেছে।’
বাষট্টির শিক্ষা আন্দোলনের মতো ছাত্র ইউনিয়নকে সংগঠিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হাসান ফেরদৌস।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রামের সহ সাধারণ সম্পাদক দিলীপ নাথ, চবি ছাত্র ইউনিয়নের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু, চট্টগ্রাম জেলার সহ সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, সাংগঠনিক সম্পাদক টিকলু দে, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক নিশান রায়, শুভ নাথ, সাজ্জাতুর জামান অভি, মো. মোস্তফা।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। এছাড়া কবিতা ও গান পরিবেশন করেন প্রমা, মিলেনিয়ার্স, কলরব সংগঠনের শিল্পীরা। এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক ঘোরে।
সারাবাংলা/আরডি/এমও
ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা হেফাজত