Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে ছুরিকাঘাতে বাধন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত বাধন রঙ মিস্ত্রির কাজ করতেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান।

নিহতের বাড়ি কিশোরগঞ্জ। তিনি ফার্মগেট তেজকুনিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আসাদ চৌধুরী।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে বাধনসহ কয়েকজন গল্প করছিলেন। এ সময় কারো সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর