Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনোফার্মের আরও ৫০ লাখ ভ্যাকসিন এলো দেশে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ০০:০৯

ঢাকা: চীনের সিনোফার্মের তৈরি আরও ৫০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিনের চালান দেশে পৌঁছেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভ্যাকসিনগুলো আসে।

ভ্যাকসিনগুলো টঙ্গিতে বেক্সিমকোর ওয়ারহাউজে রাখা হয়েছে বলে জানান বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন।

এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি ভ্যাকসিন পেল বাংলাদেশ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে সরকার।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছিল।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্নার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে দেশে।

১২ মে প্রথমবার চীন থেকে ৫ লাখ ডোজ ভ্যাকসিন আসে। সেগুলো চীন সরকার উপহার হিসাবে পাঠায়। এরপর কয়েক চালানে চীন থেকে কেনা ও উপহারের ভ্যাকসিন আসে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন সিনোফার্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর