Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মুরগির ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্টনে জিরো পয়েন্ট মোড়ে মুরগির ভ্যান উল্টে নিচে পড়ে জয়নাল আবেদিন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভ্যানে করে কাপ্তান বাজারে মুরগি পরিবহনের কাজ করতেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটটার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই ভ্যান চালকের মৃত্যু হয়।

মৃত জয়নালের সহকর্মী মো. সুজন জানায়, তারা কাপ্তান বাজারের মুরগি আনা নেওয়ার কাজ করতেন। শুক্রবার রাতে জয়নাল ব্যাটারিচালিত ভ্যানে করে মুরগি নিয়ে তেজগাঁওয়ে যান। সেখান থেকে ফেরার সময় জিরো পয়েন্টে ভ্যান উল্টে গেলে জয়নাল আবেদীন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

মৃত জয়নালের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বাবার নাম সোবহান সরদার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল ভ্যানচালক মুরগি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর