জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৭
গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীকে রাতভর নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কল্লল চন্দ্রের বিরুদ্ধে। মৃত স্ত্রীর নাম কাকুলি রানি মহন্ত (২৯)। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত কাকুলি রানি উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের চিত্তরঞ্জন মহন্তের মেয়ে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় এ তথ্য সত্যতা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাকুলিকে হত্যা করা হয়।
নিহতের পরিবার জানায়, আড়াই বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার কামারপাড়া ইউনিয়নের কেশালীডাঙ্গা গ্রামের শুকলু চন্দ্র মহন্তের ছেলে কল্ললের সঙ্গে কাকুলির বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময় যৌতুক চেয়ে কাকুলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন কল্লল ও তার পরিবারের সদস্যরা। তাছাড়া কল্লল নিয়মিত মাদক গ্রহণ ও জুয়া খেলার টাকার জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন।
তারা আরও জানায়, গতকাল শুক্রবার রাতে স্ত্রী কাকুলির কাছে জুয়া খেলার জন্য টাকা চায় কল্লল। কিন্তু কাকলি টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতভর তাকে মারপিট করা হয়। পরে শেষ রাতের দিকে কাকুলিকে গলাটিপে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় কল্লল ও তার পরিবারের লোকজন।
নিহত কাকুলির বড় ভাই মনোরঞ্জন মহন্ত বলেন, ‘আমার বোনকে সারারাত টাকার জন্য মারধর করেছে। ও (কল্লল) নেশা করে, জুয়া খেলে। টাকার জন্য বোনটাকে এভাবে মেরে ফেলবে আমরা বুঝতে পাই নাই।’
এ বিষয়ে ওসি প্রদীপ কুমার রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
সারাবাংলা/এনএস