চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর চকবাজার থানার জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজার সামনে মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জনি আক্তার (৩৭) চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় থাকতেন। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। বাবার নাম মৃত হোসেন বিশ্বাস। তিনি পিসিএস নামে ক্ষুদ্রঋণভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন।
ঘটনাস্থলে যাওয়া চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পাল সারাবাংলাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি- চান্দগাঁও-বহদ্দারহাট থেকে ঋণের কিস্তির টাকা তুলে তিনি মোটরসাইকেল চালিয়ে ফ্লাইওভার দিয়ে ফিরিঙ্গিবাজারের অফিসে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জনি ছিটকে চলন্ত একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও সহকারীসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে এসআই রাজীব পাল জানান।
সারাবাংলা/আরডি/পিটিএম