Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ অক্টোবরই খুলছে ঢাবির হল, সিদ্ধান্ত চূড়ান্ত

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২১ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: আগামী ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার পূর্ব সিদ্ধান্তই বহাল রেখেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ন্যূনতম একডোজ ভ্যাকসিন গ্রহণ সাপেক্ষে আগামী ৫ অক্টোবর স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে উঠানোর ব্যাপারে সুপারিশ করে। এছাড়া ২৬ সেপ্টেম্বর এই দুই বর্ষের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়ার সুপারিশ করেন তারা। ১৬ সেপ্টেম্বর এই সুপারিশে সম্মতি দেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যরা। আজ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সুপারিশ চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিসমূহ ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা ৫ অক্টোবর সকাল ৮টা থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলেই তবে সশরীরে ক্লাস শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় আসার পর সশরীরে শ্রেণি কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হবে।’

সারাবাংলা/আরআইআর/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর