Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

সিরাজগঞ্জ: রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেলস্টেশনের মধ্যবর্তী এলাকার ৩২ নম্বর রেল সেতুর পাশে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

উল্লাপাড়া স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছে।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি রংপুরের দিকে যাওয়ার পথে এই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

আপাতত উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে জানিয়ে তিনি বলেন, এখন একটি লাইট ইঞ্জিন যাচ্ছে ট্রেনটি নিয়ে আসতে। লাইট ইঞ্জিন দ্বারা ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

ট্রেন যোগাযোগ