Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ রুপি কয়েনের দাম ১০ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৪

ভারতে এক রুপির একটি কয়েনের মূল্য ১০ কোটি রুপি পর্যন্ত হাঁকিয়েছেন সংগ্রাহকরা। ব্রিটিশ শাসনামলের এ কয়েনের বয়স ১৩৬ বছর। এটি একটি বিরল কয়েন।

তবে কয়েনটির সঠিক জন্ম ইতিহাস জানা যায়নি। ১৮৮৫ সালে মুম্বাইয়ে এ কয়েনটি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কয়েনটি আকারে বর্তমান এক রুপি কয়েনের চেয়ে কিছুটা বড়। এর এক পিঠে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা। আর অন্য পিঠে ইংরেজিতে লেখা ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫।

বিজ্ঞাপন

জানা গেছে, পুরনো মুদ্রার বেচাকেনার একটি ওয়েবসাইটে এ কয়েনের ছবি প্রকাশ করেন এক সংগ্রাহক। ১৩৬ বছরের পুরনো এ কয়েন দেখেই কেনার আগ্রহ প্রকাশ করেন অন্যান্যরা। কয়েনটির দাম ১০ কোটি রুপি পর্যন্ত হাঁকিয়েছেন কিছু সংগ্রাহক।

পুরনো কয়েনের এত দাম উঠার ঘটনা এবারই প্রথম নয়। গত জুনে ১৯৩৩ সালের যুক্তরাষ্ট্রের একটি কয়েন ১ কোটি ৮৯ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর