২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু-সংক্রমণ, কমেছে শনাক্তের হার
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ নিয়ে ৩৫ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪৩। অন্যদিকে আগের দিন ১ হাজার ১৯০ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১ হাজার ৩৮৩।
করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু বাড়লেও গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় সংক্রমণের হার কমেছে। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে এই হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ। ২৪ ঘণ্টায় এই হার কমে হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।
রোববার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে পরীক্ষাগার ছিল ৮১০টি। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৫টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৫টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬১০টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৪ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬২৩টি নমুনা। এ নিয়ে এ পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৬৬ হাজার ৮০৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ৮৫২টি।
২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে, কমেছে সংক্রমণের হার
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন, যা আগের দিনের চেয়ে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ, যা আগের দিনের চেয়ে কম। আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ১৯০ জনের শরীরে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৫ শতাংশে।
২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু
আগের দিন দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ২২৫ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৫১২ জন, নারী ৯ হাজার ৭১৩ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৪ দশমিক ৩২ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৬৮ শতাংশ।
বয়স ও বিভাগভিত্তিক মৃত্যু
বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছর বয়সী রোগী মারা গেছেন এক জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন তিন জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী ও ৬১ থেকে ৭০ বছর বয়সী মারা গেছেন ১০ জন করে। এছাড়া ৭১ থেকে ৮০ বছর বয়সী ৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী চার জন ও ৯১ থেকে ১০০ বছর বয়সী এক জন মারা গেছেন। এই সময়ে ১০ বছরের কম বয়সী, ২১ থেকে ৩০ বছর বয়সী এবং ১০০ বছরের বেশি বয়সী কেউ মারা যাননি।
এখন পর্যন্ত মোট হিসাব বলছে, দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে— ৮ হাজার ৪৫৮ জন, যা মোট মৃত্যুর ৩১ দশমিক ০৭ শতাংশ। ১০ বছরের কম বয়সী (৭৪ জন, শূন্য দশমিক ২৭ শতাংশ) ও একশ বছরের বেশি বয়সীদের (৩৩ জন, শূন্য দশমিক ১২ শতাংশ) মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম।
বিভাগওয়ারী মৃতদের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ আট জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে, তৃতীয় সর্বোচ্চ ছয় জন খুলনা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে চার জন, রংপুর বিভাগে তিন জন, সিলেট বিভাগে দুই জন ও ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছেন। এই সময়ে বরিশাল বিভাগে করোনা আক্রান্ত কারও মৃত্যুর তথ্য নেই।
২৪ ঘণ্টায় সুস্থ ২৮৮৭ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৮৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।
সারাবাংলা/টিআর