ছাত্র অধিকারের নেতাকর্মীর জামিন শুনানিতে আদালতে জাফরুল্লাহ-নুর
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫০
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহমনের প্রতিবাদে মিছিল থেকে গ্রেফতার ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীর জামিন শুনানি আদালতে উপস্থিত ছিলের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আসামিদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এজন্য আগে থেকে দুপুরের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর আদালতে উপস্থিত হন।
বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, ‘ছেলেরা দীর্ঘ ৬ মাস ধরে কারাগারে রয়েছে। আপনারা তাদের জামিন দেন। পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে তাদের। এসব ছাত্রদের পরীক্ষা শুরু হয়েছে। সামনে তাদের পরীক্ষা আছে। আপনারা এসব বিবেচনায় জামিন দিয়েন।’
এরপর সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সহকারি কৌঁশুলি তাপস কুমার পাল এসব কথা আইনজীবীর মাধ্যমে আদালতে তুলে ধরার পরামর্শ দেন।
এদিন বিকেলে শুনানি শেষে আদালত ২০ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, গোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী মাহমুদ বিন মনির।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহমনের প্রতিবাদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে। শাপলা চত্বরে সেই মিছিল থেকে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় একাধিক থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/এমও
ছাত্র অধিকার পরিষদ জাফরুল্লাহ-নুর জামিন শুনানি ডা. জাফরুল্লাহ চৌধুরী নুরুল হক নুর