Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮

জয়পুরহাট: জেলার কালাইয়ে এক নারীকে ধর্ষণের দায়ে হাবিল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাবিল উদ্দিন জেলার কালাই উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি এখন পলাতক আছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ৬ মার্চ বিকালে ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে আসামি হাবিল উদ্দিন তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

বিজ্ঞাপন

ওই নারী কালাই থানায় মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁশুলি ফিরোজা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

জয়পুরহাট ধর্ষণ মামলা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর