Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-রেজিস্ট্রারকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৬

ঢাকা: জাতীয় শোক দিবসের (১৫ আগস্ট) দিনে প্রজ্ঞাপন জারি করায় মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং রেজিস্ট্রারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ সেপ্টেম্বর বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী হুমায়ুন কবির বলেন, ‘জাতীয় শোক দিবসের দিনে মাদরাসার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করায় মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৫ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় শোক দিবসে প্রজ্ঞাপন জারি করে কমিটির অনুমোদন দেওয়ায় গোহাইল শালিখা দাখিল মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

আদালত আজ শুনানি নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং রেজিস্ট্রারকে আগামী ২৯ সেপ্টেম্বর সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। ওইদিন এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

১৫ আগস্ট টপ নিউজ তলব প্রজ্ঞাপন মাদরাসা বোর্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর