নোয়াখালীতে রিকশাচালক খুন, আসামি বেনাপোলে গ্রেফতার
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০২
বেনাপোল: জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিকশাচালক আবুল হোসেন হত্যার আসামি নুরুল আমিন মোর্শেদকে বেনাপোল বাজার থেকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবরের ছেলে।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাড়ে ১১টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিকশা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ। ভাড়া নিয়ে তাদের ভিতর তর্ক হয়। একপর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান রিকশাচালক।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, গোপন সংবাদে জানতে পারি নোয়াখালীতে রিকশাচালক আবুল হোসেন হত্যার আসাসি নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে বেনাপোল হাইস্কুলে মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি বেগমগঞ্জ থানায় জানানো হয়েছে।
সারাবাংলা/এমও