Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:১৭

ফাইল ছবি

ঢাকা: সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

কিনি বলেন, বর্তমান সরকার গত এক যুগেরও বেশি সময়ের অপশাসন ও, দুঃশাসনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত এক কর্মীসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। করোনাভাইরাস সংক্রমণের ‘অজুহাতে’ সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেও গড়িমসি করেছে বলে এসময় অভিযোগ করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ৯ জন ছাত্রীর মধ্যে আট জনেরই এই করোনাকালে বিয়ে হয়ে গেছে। দেড় বছর পর বিদ্যালয় খোলার পর কেবল একজন ছাত্রী শ্রেণিকক্ষে ফিরেছে। এটি সমগ্র বাংলাদেশের চিত্র।

তিনি বলেন, ভোট ডাকাত স্বৈরাচার সরকার করোনা মোকাবিলায় নিজেদের সফল দাবি করে। অথচ পৃথিবীর কোনো দেশে এত দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল না। করোনায় দেশে নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। একদিকে দারিদ্র্য, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ— এই দুইয়ের কারণে আজ হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে। অথচ এ ব্যাপারে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। কারণ ক্ষমতাসীনরা জাতিকে মেধাশূন্য করতে চায়। তাদের একমাত্র লক্ষ্য অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখা।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, সরকার কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দিতে ভয় পায়। তারা জানে, সরকারের এই অপশাসন-দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠলে তারা তাদের অবৈধ গদি টিকিয়ে রাখতে পারবে না।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মান্না বলেন, করোনা মহামারি এবং সরকারের দুঃশাসন-লুটপাটে দেশ যখন জর্জরিত, দেশের অর্থনীতি যখন ধ্বংসের মুখে, দেশে দারিদ্র্যের হার যখন হু হু করে বাড়ছে, সেই সময় ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী জনগণের টাকায় প্রতি ঘণ্টায় ৪০ হাজার ডলার খরচ করে চার্টার্ড বিমানে করে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যান! অথচ দরিদ্র পরিবারের সন্তানদের যারা অর্থাভাবে পড়ালেখা করতে পারছে না, এই টাকা দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করা যেত। কিন্তু সেসব নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই।

নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সাবেক ভিপি জিন্নুর চৌধুরী দিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক আনিসুর রহমান খসরু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

ফাইল ছবি

সারাবাংলা/এএইচএইচ/টিআর

নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর