ভারত থেকে চিকিৎসা শেষে ফেরার সময় ইমিগ্রেশনে যাত্রীর মৃত্যু
লোকাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৪১
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৪১
বেনাপোল: ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় ইমিগ্রেশনের ভেতর আব্দুর রহিম নামে এক পাসপোর্টধারী যাত্রী মারা গেছেন। তিনি ঢাকার জহিরুল হকের ছেলে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আসার পর তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নং ই বি ০৫৮৪৭৫৩। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, রোববার দুপুরে ভারত থেকে চিকিৎসা নিয়ে আব্দুর রহিম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ইমিগ্রেশনে আসার পর সে অসুস্থ হয়ে পড়েস। পরে ইমিগ্রেশনে তার কার্যক্রম দ্রুত শেষ করে দেওয়া হয়।
ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তজার্তিক প্যাসেঞ্জার র্টামিনাল ভবনের কোনো এক জায়গায় তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও