অভিন্ন সাজা বিষয়ক নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:০৫
ঢাকা: অভিন্ন ও সামঞ্জস্যপূর্ণ দণ্ড দেওয়ার নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
রিটে গত বছরের ১ ডিসেম্বর যাবজ্জীবন মানে ৩০ বছরের কারাদণ্ড সংক্রান্ত আপিল বিভাগের রায়ে সাজা দেওয়া সংক্রান্ত নির্দেশনার প্রসঙ্গ রয়েছে।
রিটে বলা হয়, নির্দেশিকার অনুপস্থিতিতে বিস্তৃত এখতিয়ার বিচারককে অনিশ্চিত ও অসামঞ্জস্যপূর্ণ সাজা দিতে পরিচালিত করে, যা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন।
আইনজীবী শিশির মনির বলেন, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের নীতিমালা রয়েছে। এটা হলে অপরাধের গুরুত্ব, গভীরতা অনুসারে সাজা দেওয়ার বিষয়টি নীতিমালায় থাকবে।
এর আগে একটি অভিন্ন ও সমমানের সাজা প্রদান নীতিমালা চেয়ে রিটটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সারাবাংলা/কেআইএফ/টিআর