Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের পথে পুতিনের দল, কারচুপির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১ ১০:১৮

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে তিন দিনব্যাপী ভোটগ্রহণ রোববার সন্ধ্যায় শেষ হয়েছে। মোট ভোটারের ৩৫ দশমিক ৭ শতাংশ এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভোট গ্রহণ শেষে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইউনাইটেড রাশিয়া পার্টিরই জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে, ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। সবচেয়ে সক্রিয় বিরোধীদের ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া ব্যালট বাক্স পূর্ণ করে ভোটকেন্দ্রে নেওয়ার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধ্য করার অভিযোগও উঠেছে। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ৪৫০ আসনে প্রতিনিধি নির্বাচনে ১৪ রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন।

দেশটির নির্বাচন কমিশন বলছে, এ পর্যন্ত ৫০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। ভোট গণনায় দেখা গেছে, ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। কমিউনিস্ট পার্টি পেয়েছে ২১ শতাংশ ভোট।

এদিকে, ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি জয়ের দাবি করে। এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনে ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষ থেকে সমর্থকদের অভিনন্দনও জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত জরিপ সংস্থাগুলো বলছে, ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেওয়া ইউনাইটেড রাশিয়ার জনসমর্থন আগের তুলনায় কমেছে। তবে দলটির জনপ্রিয়তা এখনো এর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিপিআর পার্টির তুলনায় বেশি বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৬ সালের নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয় পুতিনের দল।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর