Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: সাজাপ্রাপ্ত মালেক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৩

ঢাকা: অস্ত্র আইনের মামলায় পৃথক দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড পাওয়া স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক বলেছেন, আমাকে বাসা থেকে ধরে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার কাছ থেকে কিছুই পায়নি। সব সাক্ষী মিথ্যা। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমার কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলমের আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা শেষে আদালত থেকে বের করার সময় তিনি এসব অভিযোগ করেন। এসময় মালেকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারাও একই অভিযোগ করেন।

ঘোষিত রায় অনুযায়ী, দুই ধারায় সাজা একসঙ্গে চলবে অর্থাৎ তাকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

সারাবাংলা/এআই/এএম

মালেক স্বাস্থ্য অধিদফতর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর