খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপিত, করোনা মুক্তির প্রার্থনা
২০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৫
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদর শুভ মধু পূর্ণিমা। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা সদরের য়ংড বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়।
বিহার পরিচালনা কমিটির সদস্য নিয়ং মারমা জানান, বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুলপূজা, ভিক্ষু সংঘর উদ্দেশ্য মধু দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, চীবর দান, ভিক্ষুদের পিণ্ড দানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন ও আকাশপ্রদীপ উত্তোলন করা হবে।
এসময় বৌদ্ধ ধর্মলম্বী নর-নারীরা করানা মুক্তিসহ দেশ জাতির মঙ্গল কামনায় ভগবান বৌদ্ধের নিকাছে বিশেষ প্রার্থনা করেন। এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদর কাছ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বৌদ্ধ ভিক্ষুদের ক্রমাসিক বর্ষাব্রত যাপনের দ্বিতীয় পূর্ণিমা তিথি অর্থাৎ ভাদ্র পূর্ণিমাতে এই মধু পূর্ণিমা পালন করা।
সারাবাংলা/এমও