Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণ

সারাবাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৭

প্রতীকী ছবি

ঢাকা: সারাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন। আগের দিন এই ভাইরাসে আক্রান্ত ৪৩ জন মারা গিয়েছিলেন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল এক হাজার ৩৮৩ জন। আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা হয়। এর আগের দিন নমুনা পরীক্ষা ছিল ২৪ হাজার ৬২৩টি।

বিজ্ঞাপন

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে পরীক্ষাগার ছিল ৮১০টি। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৫টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৫টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬১০টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৭ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৩১টি নমুনা। এ নিয়ে এ পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৮৬ হাজার ৩১৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৭৮ হাজার ৭৭২টি।

২৪ ঘণ্টায় সংক্রমণ ও সংক্রমণের হার বেড়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন, যা আগের দিনের চেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ, যেটিও আগের দিনের চেয়ে বেশি। আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৮৩ জনের শরীরে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হলেন মোট ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩২ শতাংশে।

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু
আগের দিন দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ২৬ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ২৫১ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৫২৩ জন, নারী ৯ হাজার ৭২৮ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৪ দশমিক ৩০ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৭০ শতাংশ।

বয়স ও বিভাগভিত্তিক মৃত্যু
বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন তিন জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী মারা গেছেন ৬ জন। এছাড়া ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী চার জন। ও ৯১ থেকে ১০০ বছর বয়সী এক জন মারা গেছেন। এই সময়ে ১০ বছরের কম বয়সী, ১১ থেকে ৩০ বছর বয়সী এবং ৯১ থেকে ১০০ বছরের বেশি বয়সী কেউ মারা যাননি।

এখন পর্যন্ত মোট হিসাব বলছে, দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে— ৮ হাজার ৪৬৪ জন, যা মোট মৃত্যুর ৩১ দশমিক ০৬ শতাংশ। ১০ বছরের কম বয়সী (৭৪ জন, শূন্য দশমিক ২৭ শতাংশ) ও একশ বছরের বেশি বয়সীদের (৩৩ জন, শূন্য দশমিক ১২ শতাংশ) মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম।

বিভাগওয়ারী মৃতদের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে, তৃতীয় সর্বোচ্চ দুই জন খুলনা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে, রংপুর বিভাগে, সিলেট বিভাগেও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এই সময়ে রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত কারও মৃত্যুর তথ্য নেই।

২৪ ঘণ্টায় সুস্থ ১৫৬৫ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৬৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ।

সারাবাংলা/এসএসএ

মৃত্যু সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর