বাস চালানো-মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে চুরির চক্রে
২০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল ও মোবাইলের দোকানে চুরির তথ্যপ্রমাণের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে একজন সিটি সার্ভিসের বাসের চালক, আরেকজন মোবাইল সার্ভিসিংয় পেশায় আছেন। এর আড়ালে দু’জনই পেশাদার চুরিতে জড়িত।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানা পুলিশ পৃথকভাবে খাগড়াছড়ি ও নগরীতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার দু’জন হলেন— মো. জাবেদ (২৭) ও মো. আলীম (২১)। এদের মধ্যে আলীমকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর জাবেদকে নগরীর পতেঙ্গা থানার পূর্ব কাটগড় কন্ট্রোল মোড় থেকে গ্রেফতার করা হয়েছে বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন।
জাবেদের চোর হয়ে ওঠার প্রসঙ্গে ওসি কবির হোসেন সারাবাংলাকে জানান, জাবেদ সিটি সার্ভিসের বাসের চালক। বাড়তি আয়ের লোভে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পড়ে বছরখানেক আগে। কক্সবাজার এলাকার ইসমাইলের নেতৃত্বে গড়ে ওঠা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য জাবেদ। তারা চট্টগ্রাম নগরী থেকে মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে সেটি নিয়ে কক্সবাজারে। সেখানে গিয়ে মোটরসাইকেলের রঙ, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে। এরপর তাদের এজেন্টের মাধ্যমে অনলাইনে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করে।
গত ২৭ আগস্ট পতেঙ্গার চরপাড়া এলাকায় একটি ভবনের কলাপসিবল গেইট ভেঙে মোটরসাইকেল চুরির সূত্র ধরে জাবেদকে গ্রেফতার করা হয়েছে। জাবেদের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। ইসমাইল ও জাবেদ উভয়ের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা আছে বলে ওসি জানিয়েছেন।
আলীমের প্রসঙ্গে ওসি কবির হোসেন সারাবাংলাকে জানান, আলীমের চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। ব্যবসায় লোকসানের কারণে তার দোকানভাড়া বকেয়া পড়ে গেলে মালিক দোকান ছাড়ার জন্য চাপ দেয়। তখন আলীমের সঙ্গে ফিরোজের পরিচয় হয়। ফিরোজ নগরীর স্টেশন রোডে চুরি-ছিনতাইয়ের মোবাইল বিক্রির সঙ্গে জড়িত। ব্যবসায় ক্ষতি পোষাতে ফিরোজের সঙ্গে মিলে আলীমও গত ৫-৬ মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোবাইলের দোকানে চুরিতে জড়িয়ে পড়ে।
গত ৩১ আগস্ট নগরীর পতেঙ্গা থানার মকবুল আবাসিক এলাকায় টিনের চালা কেটে জনৈক জাকারিয়ার মোবাইলের দোকানে চুরি করা হয়। ওসি জানিয়েছেন, ফিরোজ ও আলীম দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে প্রথমে নগদ টাকা নেয়। এরপর হঠাৎ তাদের চোখে পড়ে সিসি ক্যামেরা। আলীম উঠে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। কিন্তু ততক্ষণে তার চেহারা শনাক্ত হয়। এরপর ৩৭টি বিভিন্ন ব্র্যান্ডের দামি মোবাইল সেট নিয়ে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আলীমকে গ্রেফতার করা হয়েছে। ফিরোজকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি কবির হোসেন জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর