চালক-শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর
২১ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৮
চট্টগ্রাম: পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধসহ ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ চালক-শ্রমিকদের কর্মবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দর থমকে গেছে।
এদিন সকাল থেকেই বন্দরে পণ্য পরিবহনে কোনো যানবাহন ঢোকেনি। ফলে বন্দরের ইয়ার্ডে কনটেইনার থেকে পণ্য খালাস এবং কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বন্দরে জাহাজে কইনটেইনার ওঠা-নামা সচল রয়েছে। তবে লুজ কার্গো বা খোলা পন্য পরিবহন, কইটেইনার থেকে ট্রাক বা ভ্যানে এবং বন্দরের কনটেইনার অফ ডকে যাওয়া বন্ধ আছে।’
পণ্য ও কনটেইনার বহনকারী যানবাহনের চালক ও শ্রমিকরা রাস্তায় নেমে সকাল থেকে মিছিল ও সমাবেশ করে। আমদানি করা পণ্য ডেলিভারি নিতে কোনো ট্রাক-কার্ভাড ভ্যান এবং লরি বন্দরে ঢুকতে পারেনি। তেমনি বন্দরে ঢোকা গাড়িগুলোও সকালে বন্দর থেকে বের হতে পারেনি। এ নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
উল্লেখ্য, ১৫ দফা দাবিতে সারা দেশেই পণ্যবাহী গাড়ির (ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান) মালিক-চালক-শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন।
সারাবাংলা/আরডি/এমও