আন্তঃবিভাগীয় জলমহালের তথ্য চেয়ে বিভাগীয় কমিশনারদের চিঠি
স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৮
২১ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৮
ঢাকা: আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্য চেয়েছে ভূমি মন্ত্রণালয়। এ তথ্য চেয়ে সম্প্রতি দেশের সকল বিভাগীয় কমিশনারদের কাছে একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।
উপসচিব মো. তাজুল ইসলাম মিয়ার সই করা চিঠিতে বলা হয়, আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্যাদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
উল্লেখ্য, বদ্ধ জলমহাল বলতে ওই জলমহালকে বুঝায়, যার চর্তুসীমা নির্দিষ্ট অর্থাৎ স্থলভাগ দ্বারা বেষ্টিত। সাধারণত হাওর, বিল, ঝিল, হ্রদ, দীঘি, পুকুর, ডোবা ইত্যাদি।
সারাবাংলা/জেআর/এসএসএ