Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসাবোতে ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার ‘রহস্যজনক’ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৪

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবোর একটি বাসার ৯ তলার ছাদ থেকে নিচে পরে শওকত হোসেন ফকির (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গাজীপুর কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শওকত। স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে মধ্য বাসাবোর খেলার মাঠসংলগ্ন নাভানা টাওয়ারে বড় বোন মোরশেদা সুলতানার সঙ্গে থাকতেন, তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

ব্যাংক কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৌফিক হোসেন জানান, নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের আরেক বোন সুলতানা মাহমুদা বেগম। তিনি জানান, নাভানা টাওয়ারের ৫ম তলায় বড় বোনের সঙ্গে থাকতো শওকত। সকালে তিনি মোবাইলে ফোনের মাধ্যমে খবর পান শওকত ভবন থেকে পরে গেছে। এরপর তিনি হাসপাতালে গিয়ে শওকতের মৃতদেহ দেখতে পান। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে সকালে শওকতের ছাদে যাওয়ার কথা ছিল না। ভবন থেকে লাফিয়ে পড়তে পারে বলে তাদের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, এক ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে পড়ে মারা গেছেন। তার আত্মীয়-স্বজনদের সাথে কথা হয়েছে। তাদের ভাষ্যমতে শওকত হোসেন ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে পারেন। বিষয়টি তদন্ত করতে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বাসাবো ব্যাংক কর্মকর্তা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর