Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলার ন্যায্য দাম নিশ্চিত করতে হবে: বিজিএমইএ সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ২২:২২

ঢাকা: তুলার ন্যায্য দাম নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল কটন এডভাইজরি কমিটির (আইসিএসি) নির্বাহী পরিচালক কাই হিউজেস এর সঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সহ-সভাপতি মিরান আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিজিএমইএ সভাপতি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তারা তুলার বর্তমান দামের পূর্বাভাসযোগ্যতা এবং দামকে প্রভাবিত করার কারণগুলোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তুলার ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব তুলে ধরেন। তুলা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাঁচামাল। কারণ দেশে প্রস্তুতকৃত পোশাকের ৭০ শতাংশেরও বেশি তুলা থেকে উৎপাদিত হয়।

সারাবাংলা/ইএইচটি/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর