Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচে-গানে নওগাঁয় কারাম উৎসব উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫১

নওগাঁ: নাচে-গানে নওগাঁয় উদযাপন করা হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। নিজ ঐতিহ্য অনুযায়ী পূজা অর্চনা শেষে করে নিজেদের ঐতিহ্যবাহী নাচ-গানে মেতে ওঠেন এই সম্প্রদায়ের কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দন নগর বুধরিয়া স্কুল মাঠে এই কারাম উৎসবের আয়োজন করা হয়। উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। এই উৎসবকে ঘিরে সেখানে ভিড় করে আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ।

খাদ্যমন্ত্রী বলেন, এখানকার নৃ-গোষ্ঠীর নতুন প্রজন্মকে সমাজের মূল স্রোতে আনতে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। নৃ-গোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক মুক্ত সমাজ গঠনেও ভূমিকা রাখতে হবে। কারাম উৎসব ভাতৃত্ববোধ তৈরি ও সুষ্ঠু সংস্কৃতির চর্চায় ভূমিকা রাখবে।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর