Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের প্রতিবাদ, মামলার হুমকি ঠিকাদারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৯

পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্দেশিত উপকরণ সামগ্রীর যথাযথভাবে ব্যবহার না করাসহ নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এ বিষয়ে বিতর্ক হলে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা।

জানা যায়, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ভেঙে ওই স্থানে নতুন একটি পাঁচতালা ভবন নির্মাণের উদ্যোগ নেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদফতর। ভবনের নির্মাণ ব্যয় ধরা হয় তিন কোটি ৭০ লাখ টাকা। কার্যাদেশ পেয়ে ২০২০ সালের শেষের দিকে ভবনের নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মুন্সি অ্যান্ড ব্রাদার্স।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফারুক তালুকদার, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম লালু গাজী, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আ. জব্বার, চম্পাপুর ইউনিয়ন পরিষদের সদস্য জলিল ফকির জানান, ভবনের ছাদ ঢালাই কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। সাংবাদিক আসার খবর পেয়ে ঠিকাদার তাদের শ্রমিক দ্বারা শুকনো বালু এবং সিমেন্ট দিয়ে ঢালাই ছাদের লেভেল ঠিক করে। ল্যাবরেটরিতে টেস্ট করলে প্রকৃত সত্য বেড়িয়ে আসবে।

বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম স্বপন বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হলেও ভবন নির্মাণ কাজের বিষয়ে আমাকে অবহিত করা হয়নি। পরে ভবন নির্মাণের কাজের মান নিয়ে ঠিকাদারের সঙ্গে বিতর্ক হয়েছে। এ সময় ঠিকাদারের লোকজন তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেয়।

ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান বলেন, প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদের কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কাজের মান বেশ সন্তোষজনক।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আল-আমিন বলেন, সকল অভিযোগ অসত্য। শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী এবং বিদ্যালয়ের তদারকি
কমিটির সদস্যদের উপস্থিতিতে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান বলেন, বিষয়টি জানার পর বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষককে ডেকে একটি তদারকি কমিটি করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়ম


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর