গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তাহমিনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাহমিনা কুমিল্লা জেলার হোমনা থানার জয়পুর গ্রামের আওয়াল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে রেললাইনে হাঁটছিলেন তাহমিনা বেগম। এ সময় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।