রাঙ্গামাটিতে কোভিড ইউনিট ও অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:২০
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ৫০ শয্যার কোভিড ইউনিট ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এই কোভিড ইউনিটটি নির্মাণ করা হয়েছে। অন্যদিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোভিড ইউনিট ও অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
উদ্বোধনের সময় এমপি দীপংকর তালুকদার বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কোভিড ইউনিট স্থাপন ও হাই-ফ্লো অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা একই জায়গা থেকে উন্নত চিকিৎসাসেবা পাবেন। এজন্য হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, নার্স-কর্মচারীদের চিকিৎসা সেবাদানে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলার পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, রাঙ্গামাটি মেডিকেল কলেজের পরিচালক ডা. শহীদ তালুকদার ও ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর