Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনিয়ন ব্যাংকের ভল্টে গরমিল, ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৫

ঢাকা: রাজধানীর গুলশান শাখায় ভল্টের ১৯ কোটি টাকার গরমিলের ঘটনার কারণ জানতে ইউনিয়ন ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে ব্যাংকের ভল্টের টাকার গলমিলের ঘটনায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ইউনিয়ন ব্যাংক থেকে ব্যাখা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক পরবর্তী পদক্ষেপ নিবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সারাবাংলাকে বলেন, ‘ইউনিয়ন ব্যাংকের রাজধানীর গুলশান শাখার ভল্টে ১৯ কোটি টাকা গরমিলের ঘটনা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে এসেছে। এ ব্যাপারে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ইউনিয়ন ব্যাংকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ইউনিয়ন ব্যাংক থেকে চিঠির জবাব পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক পরবর্তী পদক্ষেপ নেবে।’

বিজ্ঞাপন

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার ২০ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তা দেখতে পান ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে কাগজে-কলমে ৩১ কোটি টাকা দেখানো আছে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে ছিল ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে শাখা কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারেনি। এরপর বিষয়টি ধামাচাপা দিতে নানা তৎপরতা শুরু হয়।

এদিকে, ইউনিয়ন ব্যাংকের ঘটনায় ইতোমধ্যে ওই শাখার তিন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি এই ঘটনায় তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অন্যদিকে, ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল বলেন, ‘ব্যাংকিং আওয়ারের পর একজন ভিভিআইপি গ্রাহক আসলে তাকে ভল্টের ওই টাকা দেওয়া হয়েছিল। পরে সেই টাকা আবার সমন্বয় করা হয়েছে। এই ঘটনায় গুলশান শাখার তিনজন কর্মকর্তাকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ইউনিয়ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ব্যাখ্যা ভল্টে গরমিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর