আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার আহ্বান মোদির
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩
করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২২ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গ্লোবাল কোভিড-১৯ শীর্ষ সম্মেলনের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোদি বলেন, মহামারির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সবাইকে মনোযোগী হতে হবে। সেজন্য, ভ্যাকসিন সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, কোয়াড শীর্ষ সম্মেলন এবং জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমান থেকেই ভার্চুয়ালি গ্লোবাল কোভিড-১৯ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদি। পাঁচ মিনিটের বক্তব্যে তিনি বলেন, করোনা মোকাবিলায় নতুন ধাঁচের ভারতীয় ভ্যাকসিন তৈরির পাশাপাশি চলতি ভ্যাকসিনের উৎপাদন ক্ষমতাও বাড়ানো হচ্ছে। উৎপাদন বৃদ্ধির কারণে অন্যদেরও ভ্যাকসিন সরবরাহ পুনরায় শুরু করা যাবে।
বিশ্বজুড়ে ভ্যাকসিন পৌঁছে দিতে ভ্যাকসিনের কাঁচামাল সরবারহ সুনিশ্চিত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন মোদি। তাছাড়া, ভারত বিশ্বব্যাপী সবচেয়ে বৃহৎ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি পরিচালনা করছে বলেও জানান তিনি।
মোদি বলেন, সম্প্রতি একদিনে প্রায় আড়াই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রায় ৮০ কোটির বেশি ভারতীয় ভ্যাকসিনের আওতায় এসেছেন। ২০ কোটিরও বেশি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ পেয়েছেন।
তৃণমূলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম কো-উইনের সর্বোচ্চ ব্যবহারের সুফলও পাচ্ছে দেশটি।
সারাবাংলা/একেএম